তুমি যখন তোমার সকালের নাস্তা বানাও —অন্যদের কথাও ভাবো
কবুতরগুলোকে খাওয়াতে ভুলো না।
তুমি যখন যুদ্ধের প্রস্তুতি নাও —অন্যদের কথাও ভাবো
যারা শান্তি চায় তাদের ভুলে যেয়ো না।
তুমি যখন পানির বিল দিতে যাও —অন্যদের কথাও ভাবো
যাদের পান করার জন্য মেঘ-বৃষ্টি ছাড়া আর উপায় নেই।
তুমি যখন ঘরে ফেরো, তোমার নিজের ঘরে —অন্যদের কথাও ভাবো
যারা ফুটপাতে থাকে তাদের ভুলে যেয়ো না।
তুমি যখন ঘুমাতে যাও আর আকাশের তারা গোনো —অন্যদের কথাও ভাবো
এমন মানুষ তো রয়েছে যাদের ঘুমানোর জায়গা নেই।
তুমি যখন মুক্তমনে আনন্দে পথ চলো —অন্যদের কথাও ভাবো
যারা তাদের কথা বলার অধিকারটুকুও হারিয়েছে।
তুমি যখন সবাইকে নিয়ে এতো চিন্তা করো —নিজের কথাও একটু ভাবো
বলো, ‘আমি যদি অন্ধকারে একটি মোমবাতি হতাম!’1এক বৃহষ্পতিবার রাতে আমার মাহমুদ দারবিশের কথা মনে পড়ে। ফিলিস্তিনের উপর নেতানিয়াহুর বাহিনীর আক্রমনের ছয় মাস পর ছুটির আমেজে নরম বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আমার ফিলিস্তিন জাতীয়তাবাদের প্রতীক এই কবির কথা মনে পড়লো। (অসমাপ্ত)
আমরা কেন ফিলিস্তিন নিয়ে কথা বলি না?
